সেবার ধরন | সেবা প্রদান পদ্ধতি | সময়কাল | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা | |
১ | বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি,স্বীকৃতি প্রদান ও নবায়ন সংক্রান্ত | কর্তৃপক্ষের নির্দেশক্রমে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি প্রদান,স্বীকৃতিপ্রদান এবং বিদ্যালয় ও মাদরাসা স্থাপনের পূর্বৃানুমতি প্রদানের জন্য পরিদর্শনের মাধ্যমে উপযুক্ততা যাচাইকরন এবং উহার প্রতিবেদন সংশিষ্ট বোর্ড,জেলা শিক্ষা অফিস,আঞলিক উপপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ । | পরিদর্শনের পর ০২সপ্তাহ | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
২ | বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বিলের ওপর উপস্থিতি দেখে প্রতি স্বাক্ষর | বেসরকারী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের এম পি ও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অস্তিত্ব ও উপস্থিতি নিশ্চিত দেখে তাঁদের বেতন বিলে প্রতিস্বাক্ষর করা হয়
| ১(এক)সপ্তাহ | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
৩ | বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা | বেসরকারী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির গঠনের নিমিত্বে পিজা্ডিং অফিসার নিয়োগপ্রাপ্ত হয়ে তফশীল ঘোষনা সহ ম্যানেজিং কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সম্পাদন করা হয় এবং নির্বাচন প্রতিবেদন যথাযথ কতৃপক্ষ বরাবর ব্যবস্থাগ্রহনের জন্য প্রতিবেদন প্রদান করা হয়। | প্রয়োজনানুযায়ী | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
৪ | প্রশাসনিক | আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্বপালন এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ও বার্ষিক গোপনীয় অনুবেদন,ছুটি ও অন্যান্য আর্থিক বিষয় সম্পাদন প্রদান। | প্রয়োজনানুযায়ী | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
৫ | শিক্ষার গুনগত মান উন্নয়ন | উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সভা-সেমিনার আয়োজন, মনিটরিং, তত্বাবধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন প্রদান । | প্রয়োজনানুযায়ী/ নিয়মিত | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস